নিজস্ব প্রতিবেদন : ফ্লাগ খোলাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ সন্দেশখালির ন্যজাটের হাটগাজি এলাকা।  এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে তিনজনের দেহ। সংঘর্ষে নিহত তৃণমূল কর্মী কায়ুম মোল্লার দেহ শনাক্ত হয়েছে। অন্যদিকে, উদ্ধার হয়েছে প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল নামে ২ বিজেপি কর্মীর দেহ। এখন বিজেপির দাবি তাদের ৩ কর্মীর মৃত্যু হয়েছে। ফলে চতুর্থ দেহটি কোথায়? তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। চতুর্থ দেহের খোঁজে ভেরিতে ভেরিতে তল্লাশি শুরু করেছে পুলিস।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এদিকে, শনিবার সন্ধ্যায় সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষে এই খুনোখুনির ঘটনা নিয়ে সর্বোচ্চ পর্যায়ের আন্দোলনে নামতে চলেছে বিজেপি। আজই ন্যাজাট যাচ্ছে বিজেপির বিশেষ প্রতিনিধি দল। সেই দলে থাকবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, অর্জুন সিং, দুলাল বার প্রমুখ। সকাল ১১টায় সন্দেশখালির উদ্দেশে রওনা দেবে এই দলটি। অন্যদিকে, আগামী সপ্তাহে আসতে পারে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সন্দেশখালিতে দলীয় কর্মী খুনের ঘটনায় কেন্দ্রীয় স্তর থেকে হস্তক্ষেপ চাইছে রাজ্য নেতৃত্ব। ইতিমধ্যেই গোটা ঘটনার বিষয়ে অমিত শাহকে জানিয়েছেন মুকুল রায়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চ্যালেঞ্জ ছুঁড়েছেন, "তৃণমূল কতদূর যেতে পারে দেখব।"


আরও পড়ুন, বাড়িতে ঢুকে মারছে, দেখি কত দূর যেতে পারে, হাটগাছি সংঘর্ষে হুঁশিয়ারি দিলীপের


গতকাল যখন হামলা হচ্ছে, গুলি চলছে তখন পুলিস কোনও সক্রিয় ভূমিকা পালন করেনি বলে অভিযোগ নিহত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রীর। তাঁর অভিযোগ, "হামলা হচ্ছে। গুলি চলছে। পুলিসকে জানিয়েও কোনও লাভ হয়নি।" অন্যদিকে আজ সন্দেশখালি যেতে পারে তৃণমূলের প্রতিনিধি দলও। সকালে মধ্যেমগ্রাম পার্টি অফিসে জরুরি বৈঠকে বসছে তৃণমূল নেতৃত্ব। তারপরই সন্দেশখালি যাওয়া  নিয়ে সিদ্ধান্ত হবে। এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।