নিজস্ব প্রতিবেদন: বিজেপি সমর্থকদের মারধরের ঘটনায় উত্তপ্ত হুগলির খানাকুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে শনিবার রাতে খানাকুলের কিশোরপুরে মারধর করা হল বিজেপির একদল নেতাকর্মীকে। আহত তিনজন এখন আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। বিজেপির অভিযোগের তিন এখন তৃণমূলের দিকে। এনিয়ে চাপানউতোর এখন তুঙ্গে।


আরও পড়ুন-জয় শ্রীরাম স্লোগানে গণপিটুনি দিলে রামকেই অপমান করা হয়: শশী থারুর


বিজেপির অভিযোগ, এদিন দলের বৈঠক থেকে বাড়ি ফেরার সময়ে বেধড়ক মারধর করা হয় দলের কর্মীদের। এনিয়ে বিজেপি-তৃণমূলের মধ্যে চাপানউতোর থাকলেও বিজেপির অভিযোগের তির এখন সন্দীপ বরের দিকে। এক সময় এই সন্ধীপ বর তৃণমূল করতেন। কিছুদিন আগে তিনি বিজেপিতে যোগ দেন। বর্তমানে তিনি কিশোরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি।



গত সপ্তাহে ফিরহাদ হাকিমের হাত ধরে ফের তৃণমূলে ফিরে আসেন সন্দীপ বর। শনিবার রাতে এলাকার বিজেপি নেতা মণিশঙ্কর জানা ও তার সঙ্গীরা একটি দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ওই সময়ে তাদের আটক করে মারধর করে সন্দীপ বরের দলবল। মণিশঙ্কর জানার আঘাত গুরুতর। তিনজনেরই চিকিত্সা চলছে আরামবাগ মহকুমা হাসপাতালে।


আরও পড়ুন-চিটফান্ডকাণ্ডের তদন্তে সিবিআইয়ের নজরে এবার রাজীব ঘনিষ্ঠ এক পুলিসকর্তা


ওই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা রয়েছে। বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। কারা ওই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিস।