নিজস্ব প্রতিবেদন: মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল থেকে লাড্ডু বিতরণ করছিলেন বিজেপি সমর্থকরা। আর এনিয়ে সমস্যার সূত্রপাত। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মাত্র ২ প্রতিমন্ত্রী দিয়ে বাংলাকে লেবেনচুষ ধরালেন মোদী, ক্ষোভ রাজ্য বিজেপির অন্দরে  


বৃহস্পতিবার সন্ধেয় পঞ্চসায়র থানা এলাকার শহিদ স্মৃতি কলোনিতে লাড্ড্ু বিতরণ করছিলেন বিজেপি সমর্থকরা। সন্ধে আটটা নাগাদ হইহুল্লোড়র তাল কেটে যায়। বিজেপি সমর্থকদের অভিযোগ তাদের ওপরে হামলা চালায় তৃণমূল সমর্থকরা। প্রবল মারধর করা হয়। বেশ কিছু ঘরবাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।



এদিকে, এর প্রতিবাদে পঞ্চসায়র থানা ঘেরাও করেন বিজেপি সমর্থকরা। কয়েক শো বিজেপি সমর্থক এদিন জানান পুলিস যতক্ষণ পর্যন্ত না কোনও ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ অবরোধ চলবে।


আরও পড়ুন-নিজের বাড়িতেই দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে কুপিয়ে খুনের চেষ্টা কালনায়


অন্যদিকে, রাতে শহিদ স্মৃতি কলোনিতে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপি সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে তাঁদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। পুলিশের সামনেই তাঁদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।