নিজস্ব প্রতিবেদন: হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। হামলার সময় পুলিস নিস্ক্রিয় ছিল বলে অভিযোগ করেছেন BJP কর্মীরা। পুলিসের সামনেই হামলা হয়েছিল বলে জানিয়েছেন বিজেপি কর্মীরা। বাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কেশপুর থেকে হলদিয়া যাওয়ার পথে হামলা হয়েছে। তৃণমূলের বাইক মিছিল থেকে হামলা হয়। ইট বৃষ্টিও হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা। মেদিনীপুরের ধর্মা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ইটের আঘাতে তিনজন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রবিবার সকালে কেশপুরের আমরাকুচি থেকে হলদিয়ায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের উপর হামলা হয়। প্রতিবাদে ৬০নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন বিজেপি কর্মীরা। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  Abhishek-র 'বাপকে বল' হুঁশিয়ারিতে Suvendu-র প্রত্যাঘাত 'বাংলার সংস্কৃতি'


আজ প্রধানমন্ত্রীর সভা হলদিয়ায় (Haldia)। উড়ালপুল, গ্যাস প্রকল্প সহ একাধিক প্রকল্পের উদ্বোধন হবে তাঁর হাত ধরেই। রাজ্যে আসার কথা বাংলায় টুইট করে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিন দলের একটি সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে PM Modi-র। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ-২ গ্রাম পঞ্চায়েতের কমলপুর এলাকায় গতকাল সন্ধ্যেতে পথসভা করছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। সেই সময় তৃণমূল অতর্কিতে আক্রমণ চালায় বলে অভিযোগ। আহত হন পাঁচ জন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভার জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকদের আনার চেষ্টা করেছে বিজেপি। আজ সভায় সাংসদ বাবুল সুপ্রিয়, শুভেন্দু অধিকারী-সহ দলের গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিত থাকার কথা।