মৌমিতা চক্রবর্তী


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লোকসভা ভোটের আগে চলতি মাসে তৃণমূলের সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হতে চলেছে বিজেপি। শনিবার উত্তর কলকাতায় বিশেষ বৈঠক করে বিজেপি। ওই বৈঠকের পর একাধিক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বাইক মিছিলের কর্মসূচি।     


১১ থেকে ১৫ ফেব্রুয়ারি চলবে সমর্পণ দিবস। ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি রাজ্যের বিজেপি কর্মীদের বাড়িতে পতাকা ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। মোদি সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাঁরা পেয়েছেন, তাঁদের বাড়িতে জ্বালানো হবে পদ্মফুল আকারের প্রদীপ। বিজেপি কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে আয়োজন করবেন। ২৮ ফেব্রুয়ারি কর্মীদের সঙ্গে ভিডিয়ো বার্তায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ বিস্তারক হিসেবে কাজ করবেন বিজেপি কর্মীরা। সাধারণ বিজেপি কর্মীই সংগঠন বাড়াতে পথে নামবেন।


আরও পড়ুন- রথযাত্রা রুখতে উপরতলার চাপে গোয়েন্দা রিপোর্ট, স্টিং হাতিয়ার বিজেপির


তবে একটা কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই উঠে গিয়েছে প্রশ্ন। ৩ মার্চ রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে বাইক মিছিল করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। আর এই মিছিলের অনুমতি না পেলেও বাইক মিছিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা।