নিজস্ব প্রতিবেদন : ভবানীপুর নয়, আসন্ন বিধানসভা ভোটের ভরকেন্দ্র যেন হয়ে উঠেছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম আসনকে কেন্দ্র করে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে যেন 'সম্মুখ সমরে' আহ্বান জানালেন একের পর এক বিজেপি নেতৃত্ব। প্রতি আক্রমণে পাল্টা জবাব দিতে পিছিয়ে নেই তৃণমূলও। হাইভোল্টেজ নন্দীগ্রাম নিয়ে গেরুয়া শিবিরকে পাল্টা কটাক্ষে বিঁধেছে ঘাসফুল শিবিরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রথম টুইটটি করেন বিজেপির পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি লেখেন, "মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আসন থেকে বিধানসভা নির্বাচনে লড়বেন বলে ঘোষণা করেছেন। কিন্তু, উনি এটা বলেননি যে, শুধু ওই কেন্দ্র থেকেই ভোটে লড়বেন তিনি। যদি উনি নিজের জয়ের ব্যাপারে সত্যিই নিশ্চিত হন, তাহলে সেটাও ঘোষণা করুন। নইলে এটা বুঝতে হবে যে, নন্দীগ্রাম আসন নিয়ে আপনার ভরসা নেই।" কৈলাসের টুইট অনুসরণ করে একে একে টুইট করেন দিলীপ ঘোষ, অমিত মালব্য, রাজীব ব্যানার্জি, বাবুল সুপ্রিয়, রাহুল সিনহা, অর্জুন সিং, লকেট চ্যাটার্জি, অনুপম হাজরা, মুকুল রায় প্রমুখ বিজেপি নেতৃত্ব। প্রত্যেকেরই বক্তব্য এক, জেতার বিষয়ে যদি তৃণমূল নেত্রী সত্যি-ই এতটাই নিশ্চিত হয়ে থাকেন, তবে অবিলম্বে আসন্ন বিধানসভা ভোটে শুধু নন্দীগ্রাম আসন থেকেই লড়ার কথা ঘোষণা করুন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সঙ্গে টিপ্পনী, "নইলে তিনি কি করবেন জানা আছে..."












একদিকে বিজেপি শিবির যখন তৃণমূল নেত্রী মমতাকে এভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে, তখন শাসকদলও পাল্টা জবাব দিয়েছে। তৃণমূল পাল্টা কটাক্ষ করে, "নন্দীগ্রাম আসনে প্রার্থী ঘোষণা করতে বিজেপি ভয় কেন পাচ্ছে? বা তাদের 'মুখ্যমন্ত্রী মুখ' কে? সেটাও কেন ঘোষণা করছে না? ২৯৪টা আসনের সবকটাতেই মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উচিত প্রথম ঘোষণা করা যে, নন্দীগ্রামে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা কাকে দাঁড় করাচ্ছে! আমরা-ই বড় জয়ে জিতব।"


আরও পড়ুন, আমন্ত্রণেও অনুপস্থিত অরূপ রায়, 'টিম গেম'-এর পাঠ পড়িয়ে কড়া বার্তা ব্রাত্যর


মমতার মুখ মানুষ চায় না: স্বপন, করলার নাম বদলালেই মিষ্টি হয়ে যায় না: মান্নান