নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তা ঘিরে উত্তেজনা দিনহাটার পেটলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



শুক্রবার সকালে  দিনহাটার পেটলায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।


ভাটপাড়ায় তৃণমূলের পরিষদীয় দল, রিপোর্ট জমা দেবেন মুখ্যমন্ত্রীকে


ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। এখানেই বিজেপির একটি দলীয় কার্যালয় ভাঙচুর হয়েছিল বলে অভিযোগ। ভাঙচুর  হয়েছিল পুলিসের গাড়িও। এসবের পর এদিন সকালে ভেঙে গুড়িয়ে আগুন লাগানো হয় তৃণমূলের কার্যালয়ে । যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।  ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলশ সুপার। এলাকায় মোতায়েন রয়েছে পুলিস।


প্রসঙ্গত, নির্বাচনের পর থেকেই তৃণমূল বিজেপি সংঘর্ষে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা। তৃণমূল-বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। তবে এদিনের ঘটনার পর থেকেই থমথমে দিনহাটার পেটলা এলাকা। পুলিস এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি।