নিজস্ব প্রতিবেদন : তৃণমূল-বিজেপি সংঘর্ষে এদিন উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের স্বস্তিপল্লী। BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম বিকাশ মন্ডল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি কর্মী তন্ময় সরখেলের অভিযোগ, রবিবার সকাল থেকেই এলাকার TMC কংগ্রেসের কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি ঘুরে শাসাচ্ছিল। গতকাল বিজেপি সভাপতি জে পি নাড্ডার সভায় যাওয়ার জন্য গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হয়। পাশাপাশি, এদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের মিছিলে যাওয়ার জন্যও জোরজবরদস্তি করা হয়। এর প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা। 


আরও পড়ুন, সোনার বাংলা গড়বে বিজেপি : Suvendu, আগে সোনার উত্তরপ্রদেশ গড়ুক: Sujit


অভিযোগ, বিজেপি কর্মীরা প্রতিবাদ করলেই, তাঁদের উপর চড়াও হন TMC কর্মীরা। BJP কর্মী বিকাশ মন্ডলকে মারধর করেন। বিজেপির অভিযোগ, পুলিসের সামনেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁদের আক্রমণ করে। মারধর করে। অথচ পুলিস নিষ্ক্রিয় ছিল। কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।


আরও পড়ুন, BJP-তে ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল, দলীয় কর্মীকে মারধর নেতার!


তৃণমূল কংগ্রেসের বৈকুণ্ঠপুর ১ নম্বর অঞ্চলের সভাপতি আজাদ রহমানের পাল্টা অভিযোগ, তারা এদিন মিছিলের জন্য প্রচার করতে গেলে বিজেপি কর্মী-সমর্থকরা হামলা চালায়। তাতে ৪ জন তৃণমূল কর্মী জখম হন। পাশাপাশি তৃণমূলের দলীয় কার্যালয়েও ভাঙচুর করেন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ-পাল্টা অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিসের পাশাপাশি র‍্যাফও নামানো হয়।