ভ্যাকসিন চুরিতেও এই সরকারের নাম চলে আসছে: Kailash, মানুষকে কি এতই বোকা: Sujit

করোনার ভ্যাকসিন কে দিচ্ছে? তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

Updated By: Jan 10, 2021, 06:30 PM IST
ভ্যাকসিন চুরিতেও এই সরকারের নাম চলে আসছে: Kailash, মানুষকে কি এতই বোকা: Sujit

নিজস্ব প্রতিবেদন: করোনার ভ্যাকসিন কে দিচ্ছে? তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পর এবার আসরে নামল বিজেপি (BJP)। দলের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীর (Kailash Vijayvargiya) কটাক্ষ, 'চাল চোর, ত্রিপল চোর পর এবার ভ্যাকসিন চুরিতেও এই সরকারের নাম চলে আসছে।' তাঁর দাবি, 'করোনা যোদ্ধাদের বিনামূল্য ভ্যাকসিন দিচ্ছেন মোদীজি। রাজ্য সরকার স্রেফ স্বাস্থ্য দফতরের মাধ্য়মে ভ্যাকসিন বিতরণের ব্যবস্থা করুক, তাহলেই হবে।' 'বাংলার মানুষকে কি এতই বোকা!', পাল্টা দিলেন তৃণমূল নেতা, রাজ্যের মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

উল্লেখ্য, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের পুলিস কর্তা ও স্বাস্থ্য কর্তাদের কাছে ইতিমধ্যেই চিঠি পৌঁছে গিয়েছে। চিঠিতে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লিখেছেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।' সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের বিনামূল্যে ভ্যাকসিন (Covid Vaccine) দেওয়া হবে। সেইসঙ্গে রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্য়ে টিকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি (BJP) নেতা কৈলাস বিজয়বর্গীর (Kailash Vijayvargiya) কটাক্ষ,'কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিজের নামে করে নিয়েছেন। আমফান ত্রাণের টাকাও খেয়েছেন। চাল চোর, ত্রিপল চোরের এবার ভ্যাকসিন চুরিতেও এই সরকারের নাম চলে আসছে।'

আরও পড়ুন: সোনার বাংলা গড়বে বিজেপি : Suvendu, আগে সোনার উত্তরপ্রদেশ গড়ুক: Sujit

এদিন নৈহাটির শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাল্টা জনসভা করে তৃণমূল (TMC)। সেই সভা শেষে কৈলাস বিজয়বর্গীর (Kailash Vijayvargiya) মন্তব্যে পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তিনি বলেন, 'বাংলার মানুষ কি এতই বোকা! বাংলার মানুষ জানেন, কোনও কেন্দ্রের প্রকল্প আর কোনটা রাজ্যের প্রকল্প।' তাঁর পাল্টা প্রশ্ন, 'ওদের (BJP) একটা প্রকল্পের নাম বলুন তো, যার মাধ্যমে ওরা মানুষকে সহযোগিতা করছে?' 

আরও পড়ুন: বুকে 'BJP-র ব্যাজ', Nandigram-এ বোমা-সহ যুবককে আটক করল পুলিস

উল্লেখ্য, অগ্রাধিকারের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার টিকাকরণের জন্য যে তালিকা তৈরির প্রস্তাব রাজ্যগুলিকে দিয়েছে, তার শীর্ষে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। তারপর তালিকায় ক্রমান্বয়ে রয়েছেন সাফাইকর্মী, পুরকর্মী, পুলিস, জেলকর্মী, হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার প্রমুখ। একইসঙ্গে বয়স্ক মানুষ, যাঁদের কো-মরবিডিটি রয়েছে, টিকাকরণে তাঁদেরকেও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

.