BJP কর্মীকে লক্ষ্য করে `গুলি`, বাইক ভাঙচুর, পতাকা লাগানোর কেন্দ্র করে অশান্তি
অভিযোগ, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাস মিশ্রের নেতৃত্বে বিজেপি কর্মীদের উপর চড়াও হন শাসকদলের কর্মীরা।
নিজস্ব প্রতিবেদন : হাওড়ার বেলুড়ে বিজেপি (BJP) কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বিজেপির এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। গুলিবিদ্ধ বিজেপি কর্মী প্রমোদ দুবেকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একইসঙ্গে প্রায় ১৫টি বাইক ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। এঘটনায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি কর্মীরা। অবিলম্বে অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তাঁরা। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিসবাহিনী। পুলিসের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, হাওড়ার বেলুড় থানার অন্তর্গত লিলুয়া-মাতোয়ালা চৌরাস্তাতে এদিন বেশ কয়েকজন বিজেপি (BJP) কর্মী প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। অভিযোগ, তখনই তৃণমূল যুব কংগ্রেসের (TMC) রাজ্য সম্পাদক কৈলাস মিশ্রের নেতৃত্বে বিজেপি কর্মীদের উপর চড়াও হন শাসকদলের কর্মীরা। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। শুক্রবার বিজেপির একটি দলীয় অনুষ্ঠান ছিল লিলুয়া পাঠকের বাড়ির সামনে। সেই অনুষ্ঠানে পতাকা লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল।
আরও পড়ুন, 'আপনারা যা পারেননি, মোদীজি করে দেখিয়েছেন, স্যালুট করুন,' প্রহ্লাদ পাটেল EXCLUSIVE
এরপরই আজ সকালে তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক কৈলাস মিশ্রের নেতৃত্বে বিজেপি (BJP) কর্মীদের উপর শাসকদলের কর্মী, সমর্থকরা হামলা চালান বলে অভিযোগ। সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছে। বর্তমানে তাঁরা শ্রমজীবী হাসপাতালে চিকিত্সাধীন। বিজেপি সভাপতি সুরজিৎ সাহা অভিযোগ করেছেন, পুলিসের গাড়ি দাঁড়িয়েছিল। পুলিসের গাড়ির সামনেই বিজেপি কর্মীদের ধরে বেধড়ক মারধর করা হয়। এঘটনার সঠিক তদন্ত না হলে 'মারের বদলা মার হবে' বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একইসঙ্গে অভিযুক্ত তৃণমূলের নেতার গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে লিলুয়া জিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা।
আরও পড়ুন, Baishali বহিষ্কৃত হতেই ঢাক-ঢোল পিটিয়ে বালিতে উৎসব তৃণমূলের