নিজস্ব প্রতিবেদন : ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে একজন তৃণমূল কর্মী আহত হলেন বীরভূমের সিউড়িতে। আহত ওই তৃণমূল কর্মী বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানেই তাঁর চিকিত্সা চলছে। আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম শেখ আকবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূল কর্মীদের অভিযোগ, রাতের অন্ধকারে BJP-র কর্মীরা তাঁদের দলীয় পতাকা খুলে ফেলার চেষ্টা করে। ঘটনাটি ঘটে সিউড়ির চৈতালি মোড়ের কাছে। তখন ওই বিজেপি কর্মীদের বাধা দেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, তখনই ধারালো অস্ত্র, লাঠি নিয়ে তাঁদের ওপর চড়াও হন BJP কর্মীরা। তাঁদেরকে মারধর করেন। মারধরের চোটে আহত হন শেখ আকবর তৃণমূলের ওই কর্মী। তাঁর মাথায় চোট লেগেছে। এই ঘটনায় স্থানীয় বিজেপি কর্মী বামন দাসের ছেলে রাজকুমার, ক্যান্ডি সহ আরও একজন ছিল বলে অভিযোগ করেছেন তিনি।


যদিও BJP কর্মীদের দাবি, অভিযোগ সর্বৈব মিথ্যে। কোনও মারধর করা হয়নি তাঁদের। সম্পূর্ণ ঘটনাটিই ঘটেছে তৃণমূলে নিজের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। অপরদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, অনুব্রত মন্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন BJP-র বীরভূম জেলার যুব মোর্চার সহ সভাপতি ও বিজেপির বীরভূম জেলার সাধারণ সম্পাদক। সেই কারণেই তাঁদের উপর পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিস।


আরও পড়ুন, রাতে বাড়ি থেকে বেরিয়ে যান, সকালে গলিতে মিলল থেঁতলানো দেহ, বেহালায় ভয়ঙ্কর পরিণতি গৃহবধূর


'আমি আগেই সতর্ক করেছিলাম', কেশিয়াড়ি বিস্ফোরণকাণ্ডে ফের রাজ্যকে নিশানা Governor-র