নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকটি পুরসভা ইতিমধ্যেই হাতের মুঠোয় পুরেছে বিজেপি। এবার রাজ্যে প্রথমবার জেলা পরিষদ দখল করার পথে গেরুয়া শিবির। আর শুধু জেলা পরিষদই নয়, দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতিও যোগ দিতে চলেছেন গেরুয়া শিবির। সূত্রের খবর, শনিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের 18 জন সদস্যের মধ্যে ১৪ ইতিমধ্যেই চলে গিয়েছেন দিল্লিতে। বিপ্লব মিত্র প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। বালুরঘাটে তৃণমূলের হারের পর তাঁকে সরিয়ে অর্পিতা ঘোষকে সভাপতি পদে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন বিপ্লব মিত্র। সোমবার দিল্লিতে সদলবলে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। শিক্ষা কর্মাধ্যক্ষ  প্রবীর রায়, সহ সভাধিপতি ললিতা টিগগা, শ্যামল সাহা ও বিশ্বনাথ পাহান ছাড়া সবাই-ই দিল্লিতে রয়েছেন বলে খবর। সেক্ষেত্রে দক্ষিণ দিনাজপুরই হতে চলেছে গেরুয়া শিবিরের নিয়ন্ত্রণে থাকা প্রথম জেলা পরিষদ। 



দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে ৩৩,২৯৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ওই হারের পরই সভাপতি বদল করেন তৃণমূল নেত্রী।


দিন কয়েক আগেই দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বনগাঁ পুরসভার ১২জন কাউন্সিলর। বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিত্ দাসও দলবদল করেন। ইতিমধ্যে কাঁচরাপাড়া, হালিসহর, নোয়াখালি, ভাটপাড়া ও গারুলিয়া পুরসভায় কাউন্সিলরদের ভাঙিয়ে নিয়েছে গেরুয়া শিবির।   


আরও পড়ুন- আরামবাগ কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে হাইকোর্টে মামলা বিজেপির