নিজস্ব প্রতিবেদন: কলেজে ভর্তিতে তোলাবাজি ও তা রুখতে প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে মঙ্গলবার ময়দানে নামছে রাজ্য বিজেপি। এদিন বেলা ১টায় বিধাননগরের বিকাশ ভবন ঘেরাও করবেন বিজেপির নেতাকর্মীরা। দলের নেতৃত্বের দাবি, কলেজে ভর্তি নিয়ে রাজ্যে অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। উচ্চশিক্ষার দোরগোড়ায় পৌঁছেও নষ্ট হচ্ছে বহু ভবিষ্যত্। অথচ নৈরাজ্য রুখতে ব্যর্থ প্রশাসন। একই সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছে বিজেপি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ১টায় করুণাময়ীতে জমায়েত হবেন বিজেপি কর্মীরা। এর পর শুরু হবে বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি। বিক্ষোভের নেতৃত্বে থাকবে যুব বিজেপি। বিক্ষোভকারীরা কলেজে ভর্তিতে স্বচ্ছ্বতা ও পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানাবেন বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।


রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার একই সময় বিক্ষোভ হবে জেলায় জেলায়। জেলাসদরে প্রশাসনিক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাবেন বিজেপি নেতাকর্মীরা। 


"অনিয়ম" খতিয়ে দেখতে আচমকা কলেজে কলেজে শিক্ষামন্ত্রী


কলেজে ভর্তিতে শাসকদেলর ছাত্র সংগঠনের নেতাদের তোলাবাজি রুখতে ইতিমধ্যে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী সোমবার আশুতোষ কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবু কলকাতা ও জেলার বিভিন্ন কলেজ থেকে ভর্তিতে তোলাবাজির লাগাতার অভিযোগ আসছে। তোলাবাজি রুখতে তত্পর হয়েছে পুলিসও।