নিজস্ব প্রতিবেদন: সরকার না পারলে জেইই, নিট পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব বিজেপি নেবে। হুগলির চণ্ডীতলার জমায়েত দাঁড়িয়ে আশ্বাস বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জনাইয়ের নৈটিতে এক সভায় তিনি বলেন, “ মমতা বন্দ্যোপাধ্যায়ের সবেতেই বিরোধিতা। সুপ্রিম কোর্ট কিছু বললে মানব না, হাইকোর্ট কিছু বললে মানব না। আরে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সরকার গাড়ির ব্যবস্থা করুক, তা না হলে বিজেপি এই দায়িত্ব নিচ্ছে। সব পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে।”


আমফান পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “টাকা নেওয়ার সময় হেলিকপ্টারে ঘুরব আর টাকা যখন পাবো না তখন কেন্দ্রকে গালাগালি করব! এটা বাংলার মানুষ মানবে না।”



আরও পড়ুন: করোনার থাবা, সিল করে দেওয়া হল সিল লতা মঙ্গেশকরের আবাসন, কেমন আছেন সঙ্গীতসম্রাজ্ঞী?


অর্জুন সিংয়ের একটি মিছিলে পুলিসের বাধা  ঘিরে নতুন করে অশান্তি বাঁধে বিরাটিতে। পুলিসের অভিযোগ,  দুর্গানগরের ওই এলাকায় অর্জুন সিংয়ের মিছিলে যোগ দিতে প্রায় হাজার দুয়েক মানুষ ভিড় করেছিলেন। অনেকের মুখেই ছিল না মাস্ক। সামাজিক দূরত্ববিধি বজায়েরও কোনও বালাই ছিল না। ফলে এই মিছিল শুরুর আগেই আটকে দেয় পুলিস। অর্জুন সিংয়ের অভিযোগ,  এভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মসূচিতেই বেছে বেছে বাধা দেওয়া হচ্ছে।