করোনার থাবা, সিল করে দেওয়া হল লতা মঙ্গেশকরের আবাসন, কেমন আছেন সঙ্গীতসম্রাজ্ঞী?

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, "আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনও অপপ্রচারকে গুরুত্ব দেবেন না। কোনওপ্রকার প্রতিক্রিয়া থেকে বিরত থাকুন।"

Updated By: Aug 30, 2020, 08:45 AM IST
করোনার থাবা, সিল করে দেওয়া হল লতা মঙ্গেশকরের আবাসন, কেমন আছেন সঙ্গীতসম্রাজ্ঞী?
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  লতা মঙ্গেশকরের আবাসনে করোনার হানা। শনিবার বিল্ডিং সিল করে দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা।

জানা গিয়েছে,  দক্ষিণ মুম্বইয়ের চম্বালা হিলস এলাকায় পেডার রোডের ওপর প্রভুকুঞ্জ বহুতল সিল করে দেন পুরকর্মীরা। এই আবাসনেই থাকেন লতা মঙ্গেশকর। ওই আবাসনে পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। তবে, লতাজি ও তাঁর পরিবার সুস্থ ও নিরাপদ আছেন বলে জানানো হয়েছে।

লতা মঙ্গেশকরের পরিবারের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, "প্রভুকুঞ্জ সিল করা হয়েছে কি না,  তা জানতে আমাদের কাছে ফোন কলের বন্যা বয়ে গিয়েছে। আমরা জানাতে চাই, আবাসনের সোসাইটি ও পুর কর্তৃপক্ষ মিলে বিল্ডিং সিল করে দিয়েছে। আমাদের আবাসনে বহু প্রবীণ মানুষের বসবাস। তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটা বাধ্যতামূলক। এই সময়ে সহযোগিতাপূর্ণ আবহ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গণেশ উৎসবও ভীষণই ছিমছামভাবে হচ্ছে।"

আরও পড়ুন: রাজ্যে সুস্থতার হার বেড়ে ৮১.৪২%, জেনে নিন আপনার জেলার করোনা পরিস্থিতি

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, "আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনও অপপ্রচারকে গুরুত্ব দেবেন না। কোনওপ্রকার প্রতিক্রিয়া থেকে বিরত থাকুন।"

.