তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নারায়ণগড়, গুরুতর আহত ১৬
রাত পোহালেই ষষ্ঠ দফার ভোট। তার আগেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নারায়ণগড়। ঘটনায় গুরুতর জখম ১৬ জন। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ১৫নং কুষবাসান অঞ্চলের গৌনা গ্রামে। বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গতকাল রাতে আধার কার্ড, ভোটার কার্ড ছাড়াতে এসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই ষষ্ঠ দফার ভোট। তার আগেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নারায়ণগড়। ঘটনায় গুরুতর জখম ১৬ জন। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ১৫নং কুষবাসান অঞ্চলের গৌনা গ্রামে। বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গতকাল রাতে আধার কার্ড, ভোটার কার্ড ছাড়াতে এসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
আরও পড়ুন: খন্ডঘোষে তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
ঘটনায় আহত ১৬ জনকে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজন তৃণমূল কর্মীকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে তৃণমূলের অভিযোগ ভোটের সময় বিজেপি এইসব বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিসবাহিনী।
ঘটনায় তৃণমূল এবং বিজেপি দুই তরফ থেকেই নারায়ণগড় থানার অভিযোগ দায়ের করা হয়েছে।