নিজস্ব প্রতিবেদন: বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত খেজুরি। কটকা দেবীচকে বোমাবাজি, গুলি, অবরোধের উত্তেজনা ছড়াল এলারায়। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক বিজেপি নেতা। তৃণমূলের দাবি, সবটাই বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল। আমফানে ক্ষতিপূরণের তালিকা নিয়ে অভিযোগ ছিলই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নাকা চেকিংয়ের সময়ে গাড়ি তল্লাশি করতেই অবাক পুলিস, ধৃত পঞ্চায়েত উপপ্রধানের ছেলে


রবিবার জনকায় পড়ে থাকা গাছ সরানো নিয়ে তুলকালাম বেঁধে যায়। বিজেপির অভিযোগ, হাত গুটিয়ে ছিল প্রশাসন।মুহূর্তের মধ্যেই রণক্ষেত্র হয়ে ওঠে কটকা দেবীচক। তৃণমূল-বিজেপি হাতাহাতি গড়ায় বোমাবাজি, গুলিতে। বিজেপির অভিযোগ, পুলিসের সামনেই গুলিবিদ্ধ হন তাদের স্থানীয় নেতা। 


আরও পড়ুন: ফের রেকর্ড! রাজ্যে একদিনে করোনায় সংক্রমিত ৫৭২ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭, ২৮৩


প্রতিবাদ জানাতে রাস্তায় গাছ ফেলে পথ আটকায় বিজেপি কর্মীরা। পুলিস পৌঁছলে তুমুল তর্কাতর্কি শুরু হয়। তৃণমূলের দাবি, গাছ চুরির বখরা নিয়ে বিজেপি কর্মীরা নিজেরাই সংঘর্ষে জড়ায়। উল্টে তাঁদের দলের কয়েকজনকে তুলে নিয়ে গিয়েছে বিজেপি।