ফের রেকর্ড! রাজ্যে একদিনে করোনায় সংক্রমিত ৫৭২ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭, ২৮৩

তবে এ ক্ষেত্রে এটাই স্বস্তির যে, আক্রান্তের পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। এখনও অবধি করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন, ১১,১৯৩ জন।

Reported By: সুতপা সেন | Edited By: Priyanka Dutta | Updated By: Jun 28, 2020, 09:33 PM IST
ফের রেকর্ড! রাজ্যে একদিনে করোনায় সংক্রমিত ৫৭২ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭, ২৮৩
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সমস্ত রেকর্ড ভেঙে রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হলেন ৫৭২ জন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২৮ জুন পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭, ২৮৩। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৯।

আরও পড়ুন: আত্মঘাতী? যাদবপুরে গলায় গামছা বাঁধা অবস্থায় উদ্ধার ১২ বছরের কিশোরীর দেহ

তবে এ ক্ষেত্রে এটাই স্বস্তির যে, আক্রান্তের পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। এখনও অবধি করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন, ১১,১৯৩ জন। সুস্থতার হার ৬৪.৭৬ শতাংশ। করোনা সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া। তবে আগের তুলনায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মহিলাদের মৃত্যুর হার সামান্য কমেছে। 

আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৭ হাজার, জেনে নিন আপনার জেলার সর্বশেষ পরিস্থিতি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় একদিনে আক্রান্ত ১৯ হাজার ৯০৬। দেশের ক্ষেত্রেও যা একদিনের নিরিখে নয়া রেকর্ড। কোভিডের কবলে ৫ লক্ষ ২৮ হাজারেরও বেশি। ২৪ ঘণ্টায় ৪১০-সহ মৃত্যুমিছিলে  মোট ১৬ হাজার ৯৫। দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৮৫। 

সুস্থ হয়েছেন দু লক্ষ পঁচানব্বই হাজার নশো সতেরোজন। পরিসংখ্যান বলছে, আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ থেকে ৫ লক্ষে পৌঁছাতে সময় লাগল মাত্র ৬ দিন।

.