নিজস্ব প্রতিবেদন: 'বিজেপি ক্ষমতায় এলে বাংলাতেও লভ জিহাদ বিরোধী আইন লাগু হবে'। বিধানসভা ভোটের প্রচারে দুর্গাপুরে এসে এমনই মন্তব্য করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তাঁর দাবি, 'ভোটে যত এগিয়ে আসবে, ততই একা হয়ে যাবেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের নির্বাচনে একক সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে'। 'যতই এইরকম কথা বলবে, বাংলার মানুষ তত জোট বাঁধবেন', পাল্টা দিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী তাপস রায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিনধর্মে বিয়ে করা কি অপরাধ? লভ জিহাদ ইস্যুতে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। উত্তরপ্রদেশের মতো দেশে বিজেপিশাসিত রাজ্য়গুলি নয়া আইন লাগু করেছে সরকার। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। লভ জিহাদ বিরোধী আইনে স্থগিতাদেশ জারি না করলেও, মঙ্গলবার  উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে আদালত। একুশের নির্বাচনে বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছে বিজেপি। রাজ্যের দলের সর্বভারতীয় নেতাদের আনাগোনা বাড়ছে। এদিন দুর্গাপুরে এসেছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। শহরের মেনগেট এলাকায় বিজেপির এক সভায় যোগ দেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে কি বাংলায় লভ জেহাদ বিরোধী আইন লাগু হবে? সভা শেষে নরোত্তম মিশ্র বলেন, 'মধ্য়প্রদেশে আমরা ধর্মরক্ষার স্বার্থে আইন এনেছি। যাকে আপনারা বলেন লভ জেহাদ। আমি চাইব, বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাতে তেমনই আইন লাগু হোক। গরুরক্ষায় আইন চালু হোক।' 


আরও পড়ুন: 'ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না', তমলুকের সভায় Mamata-কে কটাক্ষ Suvendu-র


ভিনরাজ্যের বিজেপি নেতার মন্তব্যে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। দলের নেতা তথা মন্ত্রী তাপস রায়ের প্রতিক্রিয়া, 'ওরা যা বলে, তা ভারতীয় পরম্পরা- ঐতিহ্য- সংস্কৃতি-কৃষ্টি বিরোধী। বাংলার সংস্কৃতির পীঠস্থান। বাংলার মানুষ বুঝুন, কী শুনে ফেলেছেন, কী বসেছেন। ওরা যত এইরকম কথা বলবে, ততই মানুষ সঙ্ঘবদ্ধ হবে, জোট বাঁধবে।'