জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপি দফারফা করে দক্ষিণ ২৪ পরগনা। গতবার শেষ দফায় নির্বাচন দক্ষিণ ২৪ পরগনায় হয়েছিল। এখানকার মানুষ জবাব দিয়েছিলেন। কুলতলির সভা থেকে বিজেপিকে এভাবেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে যুদ্ধে এবার লড়াই হবে, জয়নগরের সঙ্গে যাদবপুরের, ডায়মন্ডহারবারের সঙ্গে অন্য কোনও আসনের। জয় তৃণমূলের হবেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পঞ্চম দফায় অর্ধেক বুথই স্পর্শকাতর, নিরাপত্তায় ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী


বিজেপি কেন্দ্র ক্ষমতায় আসার পর বাংলাকে ভাতে মারার পরিকল্পনা করেছে মোদী সরকার। এমনটাই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, আবাসের টাকা, মিড ডে মিলের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপি সরকার  প্রতি বছর বাংলা থেকে ১ লাখ ২০ হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে। গত ৫ বছরে বাংলা থেকে প্রায় ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের বকেয়া পাওয়া ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রায় সাড়ে ৬ লাখ মানুষ একশো দিনের টাকা পাবেন। এদের টাকা মোদী সরকার আটকে রেখেছিল। ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার সাড়ে তিনশো কোটি টাকা দিয়েছে। রাজ্যের এক বিজেপির মহিলা নেত্রী বলেছেন, ভোটে জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে ৩ মাসের মধ্যে। আরে বিজেপি জিতলে তো বন্ধ হবে! তৃণমূল সরকার যতদিন রয়েছে ততদিন ভারতের প্রধানমন্ত্রী চাইলেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। এবার তৃণমূলকে ৪ লাখ ভোটে জেতাতে হবে।


বিজেপির পরিকল্পানর কথা বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির সংবিধান বলছে অভিন্ন দেওয়ানি বিধি আনবে। অভিন্ন দেওয়ানি বিধি আনলে সংবিধানটা বদলে যাবে, সংরক্ষণ উঠে যাবে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হবে তপসিলি জনজাতির মানুষ। বিজেপির সংকল্প পত্রে এটাই বলা হচ্ছে। আমরা বলছি ৪ তারিখ দেশে ক্ষমতার বদল হবে। সেখানে তৃণমূল সেখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে। সরকার প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে প্রতিটি বিপিএল পরিবারকে বিনামূল্যে ১০টি সিলিন্ডার দেওয়া হবে। ইন্ডিয়া জোটের সরকার দেবে। বিজেপির ইস্তেহার শিল্প, শিক্ষা, বাসস্থান নিয়ে কিছু বলেনি। ভোটের দিন ২ নম্বর বোতাম টিপে এদের এক কোপে বদ করুন।


সন্দেশখালির প্রসঙ্গে টেনে অভিষেক বলেন, মহিলাদের ২ হাজার টাকা দিয়ে বিজেপি ধর্ষণের অভিযোগ করিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতারির প্ল্যান করিয়েছে। পুরোটাই ষড়যন্ত্র। এটা বলছে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। বিজেপির এক নেতা তমলুক থেকে দাঁড়িয়েছে। সে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কী? যে মহিলা ২ কোটি ১২ লাখ মহিলাকে আর্থিক স্বনির্ভর করেছে, কন্যাশ্রী দিয়েছে, রুপশ্রী দিয়েছে তাকে তার দাম জিজ্ঞাসা করছে? এদের ভাসান দিতে হবে আগামী ১ তারিখ। একশো দিনের টাকা বন্ধ আর বিজেপির মণ্ডল সভাপতি বলছে, ভোটের দিন একটা বুথে বিজেপির মদ খাওয়ার খরচ ৫ হাজার টাকা। বাংলায় ৮০ হাজার বুথ আছে। তাহলে ওইসব বুথে মদ খাওয়ার খরচ ৪০ কোটি টাকা। গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ আর বিজেপি ভোটের দিনে মদের খরচ ৪০ কোটি টাকা। আপনি ভাবছেন একদিন ৪০ কোটি টাকা মদ কে খাবে?আপনি বাড়ি যাওয়ার সময় দেখবেন কোনও সভ্য লোক বিজেপি করে না। চোর, ছ্যাঁচোড় সব বিজেপিতে। এদের জন্যই মদের বাজেট ৪০ কোটি টাকা।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)