পুরুলিয়ায় ‘নিখোঁজ’ বিজেপি কর্মী
পরিমল মাহাতো নামে ওই ব্যক্তি রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি তিনি।
নিজস্ব প্রতিবেদন: পুরুলিয়ায় বিজেপি কর্মী নিখোঁজের অভিযোগ উঠল। রবিবার রাত থেকে পাড়া পঞ্চায়েত সমিতি এলাকার বাসিন্দা পরিমল মাহাতোর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। তিনি এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। অভিযোগ, তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরাই তাঁকে অপহরণ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সূত্রের খবর, পরিমল মাহাতো নামে ওই ব্যক্তি রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সাঁওতাল ডি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা পরিমল মাহাতো অপহরণ করেছে। সোমবার বিকাল পর্যন্ত পরিমলের খোঁজ না মেলায় সাঁওতাল ডি থানায় ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকরা।
আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি পাশে ঘরে যে এই কাজ করছিল, তা একবারও টের পেলেন না মা-দিদি
যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে পুরুলিয়া তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। পুলিস সুপার জানিয়েছে, তাঁর কাছে এ বিষয়ে কোনও খবর নেই।