নিজস্ব প্রতিবেদন: থানার কাছেই গুলিবিদ্ধ বিজেপি কর্মী। কারা গুলি চালিয়েছে তা এখনও বলতে পারছে না পুলিস। বিজেপির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিদ্যুত না থাকায় বন্ধ জল সরবারহ; জলে ডুবে ফসল, বুলবুলের দাপটে দুর্বিসহ অবস্থা হিঙ্গলগঞ্জের


সোমবার ঘোলা পূর্বপল্লিতে এক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন বিজেপির উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি কিশোর কর ও তাঁর গাড়ির চালক। ঘোলা থানায় এনিয়ে অভিযোগ করতে গেলে সংঘর্ষ বেধে যায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে।


গুলিবিদ্ধ হয়েছেন পরিতোষ বিশ্বাস নামে এক বিজেপি কর্মী। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত হাসপাতালে। পরে স্থানান্তর করা হয় আরজি কর মেডিক্যাল কলেজে।



আরও পড়ুন-শিবসেনাকে সঙ্গে নিয়েই সরকার সরকার গঠন মহারাষ্ট্রে! আজ সিদ্ধান্ত এনসিপি-কংগ্রেস বৈঠকে


এদিকে, এলাকার বাসিন্দাদের দাবি, পরিতোষ অত্যন্ত পরোপকারী মানুষ। তাকে কে গুলি করেছে তা খুঁজে বের করতে হবে। অন্যদিক, ওই গুলি চালনার ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস।