নিজস্ব প্রতিবেদন: দলের বৈঠক সেরে বাড়ি ফেরার পথে ঘিরে ধরে হামলা। ঘটনাস্থলেই মৃত্যু বিজেপি কর্মীর। রবিবার রাতে দুর্গাপুরের কাঁকসার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সন্দীপ ঘোষ নামে ওই বিজেপি কর্মীর বাড়ি কাঁকসার সরস্বতীগঞ্জ গ্রামে। রবিবার রাতে বিজেপির একটি বুথ মিটিং ছিল সরস্বতীগঞ্জ মোড়ে। সেই মিটিং শেষ হতে রাত হয়ে যায়। মিটিং শেষে হয় খাওয়াদাওয়াও। সবকিছু মিটতে রাত দশটা পেরিয়ে যায়। তার পরেই বাড়ি ফেরার জন্য মিটিং থেকে বের হয় সন্দীপ।


আরও পড়ুন-ফের বিজেপির আলোচনার প্রস্তাব ফেরাল রাজ্য, ডিজিকে চিঠি দিয়ে মিলল না সময়


পুলিস সূত্রে জানা যাচ্ছে বাড়ি ঢোকার কিছুটা আগে তাকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। তারপর লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে সন্দীপের ওপরে। চালানো হয় এলেপাথাড়ি গুলি। একটি গুলি লাগে সন্দীপের মাথার পেছনে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।


আরও পড়ুন-উলটপুরাণ! ওয়েইসির সঙ্গ ছাড়লে চন্দ্রশেখরকে সমর্থন করবে বিজেপি


এদিকে ওই ঘটনায় বিজেপি-তৃণমূলের মধ্যে চাপান উতোর শুরু হয়েছে। বিজেপির বক্তব্য, এলাকায় দলের উত্থান চায় না তৃণমূল। তাই ওই হামলা করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি দাবি করেছেন, ওই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগাযোগের কোনও সম্ভাবনাই নেই। ঘটনার তদন্ত করছে পুলিস। তারাই ব্যবস্থা নেবে।