বাইক ছুটিয়ে এসে তৃণমূল কর্মীকে গুলির অভিযোগ বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে
তৃণমূল কর্মীর হাতে গুলি লেগেছে।
নিজস্ব প্রতিবেদন : কোচবিহারের শীতলকুচিতে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী । বাইকে এসে দুই বিজেপি সমর্থক গুলি করে পালায় বলে অভিযোগ গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে শীতলকুচির নলঙ্গিবাজারে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম মিরাজ মিঞাঁ। অভিযোগ, বুধবার রাতে বাইকে করে আসে দুই বিজেপি কর্মী। এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালায়। ওই তৃণমূল কর্মীর হাতে গুলি লেগেছে। গুলি চালনার ঘটনায় খগেন বর্মন ও অজয় নামে দুই বিজেপি কর্মীর দিকে অভিযোগের আঙুল তুলেছে জখম তৃণমূল কর্মী।
আরও পড়ুন, 'ডাক্তারদের আন্দোলনে আপত্তি নেই,ভিতরে ঢুকতে দিন',দাবিতে পথ অবরোধ রোগীর আত্মীয়দের
বাইকে করে এসে গুলি করেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ মিরাজকে প্রথমে একটি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। তৃণমূল করার কারণেই তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী মিরাজ মিঞাঁ। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।