নিজস্ব প্রতিবেদন: রাজারহাটে বিজেপি কর্মীদের উপরে হামলা চালাল দুষ্কৃতীরা। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ আঙুল। তাদের যোগ অস্বীকার করেছে তৃণমূল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার সকালে বিজেপির রাজারহাটের ডিরোজিও কলেজের সামনে ভারত মাতার পুজো ও বিজয়া সম্মিলনীর উদ্যোগ নিয়েছে বিজেপি। ওই অনুষ্ঠানের জন্য এ দিন সন্ধে থেকে দলের পতাকা, ব্যানার নিয়ে হাজির হন কর্মীরা। ঠিক তখনই তাঁদের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয়। জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাঁরা এখন চিকিৎসাধীন। ভাঙচুর করা হয় গাড়িটি। 



নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। তাদের অভিযোগ, ঘটনায় জড়িত তৃণমূল। ভয় পেয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছেন শাসক দলের কর্মীরা। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি তাদের।


Also Read: কোচবিহারে বিজেপির সভাকে কেন্দ্র করে গন্ডগোল, অভিযোগ-পাল্টা অভিযোগ