মাঝরাতে হামলা, ঘাটালে বিজেপি নেতাকে মেরে ২ পা ভেঙে দিল তৃণমূল
আনন্দপুরের বিজেপি বুথ সভাপতি মানিকবাবুর অভিযোগ, রবিবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয় তৃণমূলি গুন্ডারা। বাড়িতে ঢুকে ব্যাপক মারধর করা হয় তাঁকে ও তাঁর পরিজনদের। মারের চোটে মানিকবাবুর ২টি পা-ই ভেঙে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের হামলার মুখে এক বিজেপি কর্মী ও এক হিন্দু জাগরণ মঞ্চের নেতা। রবিবার রাতে ঘাটালের আনন্দপুরে বিজেপি বুথ সভাপতি মানিক মণ্ডলকে মেরে দু'পা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে ঘাটালেরই বলরামপুরে হিন্দু জাগরণ মঞ্চের নেতা প্রসেনজিৎ কারকের বাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ।
মমতার পদযাত্রা-সহ শহরে আজ ৩ কর্মসূচি, প্রবল যানজটের আশঙ্কায় মহানগর
আনন্দপুরের বিজেপি বুথ সভাপতি মানিকবাবুর অভিযোগ, রবিবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয় তৃণমূলি গুন্ডারা। বাড়িতে ঢুকে ব্যাপক মারধর করা হয় তাঁকে ও তাঁর পরিজনদের। মারের চোটে মানিকবাবুর ২টি পা-ই ভেঙে গিয়েছে। আহত হয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা।
ওদিকে বলরামপুরের হিন্দু জাগরণ মঞ্চের কর্মী প্রসেনজিৎ কারকের অভিযোগ, রাতে তাঁর বাড়িতে ঢুকে ধানের গোলা ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তৃণমূলি দুষ্কৃতীরা। যাতে পুড়ে গিয়েছে তাঁর গোলা। ক্ষতিগ্রস্ত হয়েছে মোটরসাইকেলটিও।
২টি ঘটনাতেই ঘাটাল থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাতে জোড়া হামলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুই জায়গাতেই দায় অস্বীকার করেছে তৃণমূল।