নিজস্ব প্রতিবেদন : এক দম্পতির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার কুলতলির কাঁকসা গ্রামে। মৃতদের নাম ভীম হালদার (৩২) ও শকুন্তলা হালদার (২৮)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির উঠানে আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ভীম হালদারের দেহ। এরপরই বাড়ির ভিতরে ঢোকেন প্রতিবেশীরা। ঘরের ভিতরে ঢুকতেই তাঁদের চোখে পড়ে বিছানার উপরে শোয়ানো অবস্থায় রয়েছে স্ত্রী শকুন্তলার দেহ। 


এই ঘটনায় গ্রামবাসীরাই খবর দেন কুলতলি থানায়। পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনেব করা হচ্ছে দম্পতি আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দম্পতির স্বামী-স্ত্রী দুজনেই বিজেপি কর্মী ছিলেন। তাই মৃত্যুর পিছনে কোনও রাজনৈতিক কারণ আছে কিনা? সব সম্ভাবনাও খতিয়ে দেখেই তদন্ত শুরু করেছে পুলিস।


আরও পড়ুুন, পরকীয়ার শাস্তি! মহিলার চুল কেটে, চুন-কালি মাখিয়ে, জুতোপেটা করল গ্রামবাসী