পার্থ চৌধুরী: আচমকাই দোকানে হামলা চালিয়ে বিজেপি কর্মীর দোকান ভেঙে চুরমার করল দুষ্কৃতীরা। দোকানের মালপত্র লুটে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল। এমনটি দোকানে ছিলেন বিজেপি কর্মীর স্ত্রী। তাকে প্রবল মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে বর্ধমানের মিঠাপুকুর এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'অশান্তির পরিবেশ তৈরি করে আমাকে হারানো হয়েছে', মমতার বিরুদ্ধে বিস্ফোরক অধীর!


বিশ্বনাথ মোদক নামে এক ব্যক্তির দোকানে শুক্রবার বেশ  রাতে কয়েকজন এসে ভাঙ্গচুর,লুটপাট চালায় ও সেই সময় দোকানে থাকা তার স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। মহিলার দাবি, তার স্বামী বিশ্বনাথ মোদক আগে তৃণমূল করতেন। এখন বিজেপি করেন। বিজেপির হয়ে ১১২ নম্বর বুথে এজেন্ট বসেছিলেন। সেই কারনেই তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে দোকানে হেলমেট পরে, মুখে গামছা বেঁধে ভাঙ্গচুর, লুটপাট চালায়। এমনকি তাকে মারধর করে।


সিসি ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে, বিশ্বনাথের স্ত্রী দোকানে থাকার সময় একদল যুবক মাথায় হেলমেট,মুখে গামছা বেঁধে এসে দোকানের সামনের জিনিস সব রাস্তায় ফেলে দেয়। বেশকিছু জিনিস নিয়ে চলে যায়। পুলিশকে খবর দেওয়া হলে রাতেই এলাকায় পুলিশ যায়। গোটা বিষয় জানিয়ে ওই মহিলা থানায় লিখিত অভিযোগ জানান।


ওই বিজেপি কর্মীর স্ত্রী স্ত্রী বুল্টি মোদকের দাবি, দোকানে স্বামী ছিল না। একলাই ছিলাম। কাস্টমারদের মাল দিচ্ছলাম। হঠাত্ ৬-৭ জন ছেলে মুখে রুমাল বেঁধে এসে দোকানে ভাঙচুর করতে থাকে। মালপত্র ফেলে দেয়। সিগারেট, বিড়ি, গুটকা সব পকেটে পুরে নেয়। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করে। গোটা দোকান ভাঙচুর করে চলে গিয়েছে। আগে আমার স্বামী তৃণমূল করত। এখন বিজেপি করে। এবার বুথে বসেছিল। তাই তৃণমূলের ছেলেরা এসব করেছে। এনিয়ে থানায় অভিযোগ করেছি। পুলিসে এসে ছবি তুলে নিয়ে গিয়েছে।


যদিও তৃণমূলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের দাবি, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তৃণমূল এর সাথে যুক্ত নয়। বিজেপি গোটা জেলায় হেরেছে। আমাদের নেত্রীর নির্দেশে কোথাও বদলার রাজনীতি করি না। বিজেপির বহু সমর্থক হয়েছে কোথাও কোনও হামলা হচ্ছে না। হেলমেট মুখ ঢেকে এসেছিলো তাদের নিজেদের লোকও হতে পারে। এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের ঘটনাও হতে পারে। মানুষ ওদের প্রত্যাখান করেছে। তবে এই ঘটনা ঘটে থাকলে তার নিন্দাও করেন তিনি।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)