নিজস্ব প্রতিবেদন: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজনৈতিক উত্তেজনা নদিয়ার করিমপুরে। স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্বের দাবি মৃত যুবক বিশ্বজিত বিশ্বাস বিজেপি কর্মী। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা পিটিয়ে খুন করেছে বিশ্বজিতকে। এদিকে, নিহত যুবকের স্ত্রী চম্পা বিশ্বাসের মন্তব্য, এই বিষয় নিয়ে তাদের কিছুই বলার নেই। চম্পা বিশ্বাস বলছেন 'তাঁর স্বামী বিশ্বজিত কলার ব্যবসা করত।  নেশাও করত।  কী ভাবে তাঁর স্বামীর মৃত্যু হল তিনি বুঝতে পারছেন না। ' সোমবার রাতে করিমপুরের হোগলবেড়িয়ায় ব্যবসায়ী বিশ্বজিত বিশ্বাসের (Biswajit Biswas) দেহ পাওয়া যায়। প্রতিবেশীদের দাবি, মাদকাসক্ত ছিল ঐ যুবক। হোগলবেড়িয়া থানার চরমেঘনা গ্রামের বাসিন্দা এই যুবকের মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।


বিজেপির একের পর এক কর্মী খুন হচ্ছে রাজ্যে।  শাসকদলের গুন্ডারা এই খুন করে চলেছে বলে বহুবার এই অভিযোগ তুলেছে বিজেপি। করিমপুরে এই ব্যবসায়ী মৃত্যুর ঘটনাতেও লাগল রাজনৈতিক রঙ।  একই সঙ্গে সম্প্রতি তৃণমূল (TMC) নেত্রী বলেছেন, রাজ্যে সীমানা দিয়ে বহিরাগতরা ঢুকছে। নদিয়ার করিমপুর ও সীমান্তবর্তী এলাকা। ফলে এই ঘটনায় যথেষ্ট সতর্ক  করিমপুরের হোগলাবেড়িয়া থানার পুলিশ।