নিজস্ব প্রতিবেদন: তৃণমূল নেতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মীকে গ্রেফতার করল জলপাইগুড়ি পুলিস। ধৃত সুমিত চক্রবর্তীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় 'উসকানিমূলক' পোস্ট করার অভিযোগ রয়েছে বলে পুলিসের তরফে জানানো হয়েছে। ধৃত বিজেপি কর্মী যুব মোর্চার আইটি সেলের আহ্বায়ক ও যুব বিজেপির সহ সভাপতি বলে জানা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি ধূপগুড়ি চৌপথিতে সার্ক রোড সম্প্রসারণের জন্য একটি মন্দির ভাঙতে হয়। এলাকায় মহাবীর মন্দির নামে পরিচিত ছিল সেটি। ইতিমধ্যে রাস্তার পাশে মন্দিরটি পুনর্নির্মাণের কাজও শুরু হয়েছে। সেই মন্দির ভাঙার ছবি পোস্ট করে ফেসবুকে একাধিক পোস্ট করেন সুমিতবাবু। 


ওই পোস্ট ঘিরে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন জলপাইগুড়ির পাহাড়পুর এলাকার তৃণমূলের উপপ্রধান বিকাশ বসাক। সেই অভিযোগে ভিত্তিতেই সুমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার। 


দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি পাশে ঘরে যে এই কাজ করছিল, তা একবারও টের পেলেন না মা-দিদি


ধূপগুড়ির উপ-পুরপ্রধান রাজেশ সিং জানিয়েছেন, সড়ক সম্প্রসারণের জন্য একটি মন্দির ভাঙতে হয়েছিল। এর সঙ্গে পুরসভার কোনও সম্পর্ক নেই। বরং স্থানীয় মানুষের আস্থার কথা মাথায় রেখে রাস্তার পাশে মন্দিরটি ফের নির্মাণ করা হচ্ছে। সেজন্য জমির সন্ধান দিয়েছে পুরসভাই। যে মন্দির ভাঙা হয়েছে তার থেকে বড় মন্দির তৈরি করা হবে। সেজন্য স্থানীয়দের সাহায্যও চাওয়া হয়েছে। অযথা এই মন্দির ভাঙা নিয়ে উসকানি দিচ্ছে কিছু লোক। 


বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাত ২.৩০ মিনিট নাগাদ সুমিতবাবুকে বাড়ি থেকে থানায় ডেকে আনা হয়। এর পর গ্রেফতার করা হয় তাঁকে। বিজেপি কর্মীদের ভয় দেখাতেই এই কাজ করা হয়েছে বলে দাবি বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদের। তাঁর হুঁশিয়ারি, আগামীদিনে এমন ঘটনা ঘটলে পথে নামবে বিজেপি।