Dakshin Dinajpur: ৬১ রেল প্রকল্পের প্রশ্নে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন সুকান্ত! রাজ্যকে কি বার্তা দিলেন তিনি?
Dakshin Dinajpur: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে বালুরঘাটের সঙ্গে দেশের অন্যান্য প্রান্তের যোগাযোগ বাড়ানোর জন্য লিখিত অনুরোধপত্রও এদিন জমা দিলেন সুকান্ত।
শ্রীকান্ত ঠাকুর ও রাজীব চক্রবর্তী: উন্নয়নের স্বার্থে, রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রশ্নে কোনও রাজনীতি হওয়া উচিত নয়! এমন কথাই বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কোথায় বললেন এমন কথা?
বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল, মঙ্গলবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন। সেখান থেকে বেরিয়ে তিনি এই কথা বলেছেন। কেন বলেছেন? প্রেক্ষিতটা কী?
আরও পড়ুন: Potato Supply: আলু সেই ৩৬ বা ৪২! ধর্মঘট উঠলেও আলুর দাম কেন একই জায়গায়? বাজারে-বাজারে উষ্মা...
রাজ্যের ৬১টি রেল প্রকল্প, যার মধ্যে দক্ষিণ দিনাজপুরের একাধিক রেল প্রকল্পও যুক্ত রয়েছে, সেই সমস্ত রেল প্রকল্পগুলির বাস্তব রূপায়ণের বিষয় নিয়ে সুকান্ত মজুমদার কথা বলেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে বালুরঘাটের সঙ্গে দেশের অন্যান্য প্রান্তের যোগাযোগ বাড়ানোর জন্য লিখিত অনুরোধপত্রও এদিন জমা দিলেন সুকান্ত।
আর এই সব রেল প্রকল্পের বাস্তবায়নের সূত্রেই রাজ্য সরকারের সাহায্যে প্রার্থনা করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন রেল প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং আগামী দিনে রাজ্যের রেল-মানচিত্রে কী কী নতুন কাজ করা যায়, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: Death Clock: হাত-দেখা, জ্যোতিষ এসব এবার ছাড়ুন! 'কবে মৃত্যু' বলে দিচ্ছে সামান্য় একটা ঘড়িই...
সুকান্ত মজুমদার আরও বলেছেন, এই ৬১টি প্রকল্পের বাস্তবায়ন ততক্ষণে সম্ভব নয়, যতক্ষণ না রাজ্য সরকার সাহায্য করছে। তাই উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের সাহায্যে প্রার্থনা করছি, কারণ রাজ্যের সামগ্রিক উন্নয়নে কোন রাজনীতি হওয়া উচিত নয়।