Death Clock: হাত-দেখা, জ্যোতিষ এসব এবার ছাড়ুন! 'কবে মৃত্যু' বলে দিচ্ছে সামান্য় একটা ঘড়িই...

Death Clock Predict Date of Death: কবে মৃত্যু, জানতে মানুষ কখনও হাত দেখান, কখনও জ্যোতিষীর কাছে যান। কিন্তু এসব এখন অতীত। কেন?

| Dec 03, 2024, 20:30 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপার রহস্যে মোড়া মৃত্যু। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ জানার চেষ্টা করেছে, কবে তাঁর মৃত্যু, আর কতদিন তাঁর আয়ু। এবং এটা শুধু ব্যক্তিগত কৌতূহলের বিষয়ও নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেক কিছু। তাই মানুষ কখনও হাত দেখান, কখনও জ্যোতিষীর কাছে যান। কিন্তু এসব এখন অতীত। কেন?

 

1/6

কৃত্রিম বুদ্ধিমত্তা

কেননা এবার এসে গিয়েছে এআই। মৃত্যু কবে তা জানানোর দায়িত্ব এবার বর্তেছে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর।

2/6

আয়ু মাপার অ্যাপ

মাত্র কয়েক মাস আগে বাজারে এসেছে এআই-চালিত আয়ু মাপার অ্যাপ ডেথ ক্লক। এই অ্যাপ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ। বহু মানুষ ইতিমধ্যেই বহু খরচ করে এই অ্যাপ ডাউনলোড করে ফেলেছেন।

3/6

কী ভাবে পূর্বাভাস?

কী করে মৃত্যুর পূর্বাভাস দেবে এই অ্যাপ? খাদ্যাভ্যাস, ব্যায়ামের অভ্যাস, স্ট্রেস লেভেল এবং ঘুম সম্পর্কিত তথ্য ব্যবহার করে এই অ্যাপ মৃত্যুর সম্ভাব্য তারিখ বলে দেবে। অ্য়াপটির নির্মাতা ব্রেন্ট ফ্রানসনের দাবি, এতদিন যেসব পদ্ধতির মাধ্যমে আয়ুর অনুমান করা হত, তার থেকে এই অ্যাপ অনেক বেশি নির্ভুল ভাবে কাজ করবে।

4/6

অশুভ অ্যাপ

কবে আপনি মারা যাবেন, সেই তারিখ জানাচ্ছে একটি অ্যাপ। এ আবার কেমন? এ তো ভয়ংকর অশুভ, তাই না? হয়তো তাই। তবে, মৃত্যু নিয়ে তো মানুষের আগ্রহও কম নয়। তাই মনে করা হচ্ছে, প্রাথমিকভাবে এই অ্যাপ অনেকের কাছেই অস্বস্তিকর মনে হলেও ধীরে ধীরে অ্যাপটি মানুষের কাছে প্রিয় ও স্বস্তিদায়ক হয়ে উঠবে। 

5/6

উৎসাহিত

শুধু তাই নয়, মানুষের অনেক ভালো অভ্যাসও গড়ে দেবে এই অ্যাপ। মানুষকে আরও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করবে এটি। তার ফিটনেস নিয়ে তাকে সচেতন করবে। 

6/6

দীর্ঘায়ুর সুবিধা

ইতিমধ্যেই দেখা গিয়েছে ডেথ ক্লক মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করায় তার অনেক উন্নতি হয়েছে। এআই-এর সঙ্গে হাত মিলিয়ে হার্ট-রেট মনিটরিং বা অক্সিজেনের ঘনত্ব মাপার মতো বিষয়গুলি অনেক নিখুঁত হচ্ছে। এসব মৃত্যুর অনিশ্চয়তা অনেকটা কমিয়ে দিতে পারে। মানুষ আগের চেয়ে দীর্ঘায়ু হবে। আর মানবসভ্যতা দীর্ঘায়ুর এই সুবিধাকে কাজে লাগাতে পারবে।