নিজস্ব প্রতিবেদন:  হাওড়ার মুদিদোকানে বিস্ফোরণ। ঘটনায় জখম ১।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বৃহস্পতিবার সকালে হাওড়ার জগদীশপুরে একটি মুদি দোকানের গোডাউনে আচমকাই বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের অভিঘাতে গোডাউনের একাংশ ভেঙে যায়।


চাবির গোছাতেই রয়েছে রহস্য, নেতাজিনগরের বৃদ্ধ দম্পতি খুনের তদন্তে হোমিসাইড শাখা


প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকালে গোডাউনে নুনের বস্তা মজুত করা হচ্ছিল। তখনই বিস্ফোরণটি ঘটে। যে কর্মী নুনের বস্তা রাখছিলেন, তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কোণা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই গোডাউনে বোমা মজুত করা ছিল। নুনের বস্তা রাখার সময়েই কোনওভাবে বোমা ফেটে যায়। দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।