নিজস্ব প্রতিবেদন: মোবাইলে গেম খেলায় বুঁদ ছেলে। তা দেখে বকেছিলেন মা। তারপরই আত্মহত্যার চরম সিদ্ধান্ত। হতভম্ব চাকদার ঘোলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিন-রাত স্মার্টফোনে গেম খেলায় বুঁদ। আরও কোনও দিকে ধ্যান-জ্ঞান নেই। ছেলের এমন মতিগতি দেখে  বকেছিলেন মা। সকালে ডাকতে গিয়ে দেখা যায়, ঘরের ভিতর থেকে কোনও সাড়া-শব্দ নেই। দরজা ভেঙে উদ্ধার হয় ক্লাস ইলেভেনের ছাত্র সুমন দের ঝুলন্ত দেহ। ইছাপুর আদিবাসী হাইস্কুলের ছাত্র তুচ্ছ কারণে কেন আত্মহত্যার চরম সিদ্ধান্ত নিল, এখনও তা ভেবে পাচ্ছে না পরিবার। হতভম্ব প্রতিবেশীরাও। 


বাবা রাজমিস্ত্রি। এমন পরিবারের ছেলে সুমন সারাদিনই মোবাইল নিয়ে মেতে থাকত। গেম খেলার আসক্তিতে কার্যত লাটে উঠেছিল পড়াশোনা। কিন্তু যে প্রশ্নর উত্তর মিলল না, তা হল 


শুধুই কি মায়ের বকুনিতে আত্মঘাতী সুমন? নাকি মারণ গেম ব্লু হোয়েলের খপ্পরে পড়েছিল সে? সুমনের দেহে কোনও কাটা চিহ্ন বা ক্ষত মেলেনি। কিন্তু প্রশ্ন উঠছে, মোবাইলে এমন কোন গেম সে খেলত, যার জন্য নিজের ওপর আর নিয়ন্ত্রণই ছিল না?