নিজস্ব প্রতিবেদন: মাঝসমুদ্রে মাছ ধরতে গিয়ে সুন্দরবনে নৌকাডুবি। ঘটনায় নিখোঁজ ১, মৃত ১। জানা গিয়েছে, রায়দিঘি থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল ছোট ডিঙিটি। হঠাৎই ঝড়-বৃষ্টিতে উল্টে যায় তা। নিখোঁজ হয়ে যান দুই মৎস্যজীবী। অন্যান্য মৎস্যজীবীরা তেলের ড্রাম নিয়ে ভাসতে ভাসতে তাঁদেরকে উদ্ধার করে। শনিবার সকালে দুজন নিখোঁজ মৎস্যজীবীদের মধ্যে রবিদাস নামে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। বুদ্ধেশ্বর দাস এবং আরও এক মৎস্যজীবী এখনও নিখোঁজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, মাছ ধরতে যাওয়ায় এদিন কোনও নিষেধাজ্ঞা ছিল না। তবে আবহাওয়া খারাপ থাকায় এবং বৃষ্টির কারণে পরিস্থিতির অবনতি হয়। আর তাতেই বিপত্তি। 


আরও পড়ুন: নাসিক থেকে ঢুকছে পেঁয়াজ, এক ধাক্কায় অনেকটাই কমবে দাম