হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার আগেই উত্তরপ্রদেশ পুলিসের ডেরেক ও ব্রায়েনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার বিষয়ে তীব্র নিন্দা করলেন, নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম। "মেরে ফেলে দেওয়া, কেটে ফেলে দেওয়া এটাই বিজেপির চরিত্র। বিচারের বাণী এখানে নীরবে নিভৃতে কাঁদছে। প্রশাসনের যদি কিছু ভুল না হয়ে থাকে, তাহলে বারবার প্রশাসনের তরফ থেকে আটকানো হচ্ছে কেন? মানুষ এটার উত্তর দেবে"। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একইসঙ্গে রাজ্যপালকে খোঁচা দিলেন মন্ত্রী। 'এই সময় রাজ্যপাল কেন এই নিয়ে কোনও প্রশ্ন তুলছেন না আজ তো তাঁর চোখ দিয়ে জল পড়ছে না', মন্তব্য ববি হাকিমের। 


যেভাবে ডেরেক ও ব্রায়েনকে আটকানো হয়েছে, সেটা নিয়ে তৃণমূল কিন্তু তুলকালাম করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের কাছে এটি বড় রাজনৈতিক ইস্যু। সেই ইস্যুকে নিয়ে আরও জোরদার করে নামতে চাইছে তৃণমূল। শুক্রবার এই ঘটনার চরম নিন্দা করলেন ববি হাকিম।