নিজস্ব প্রতিবেদন:  ফেসবুকে তৈরি করা গ্রুপে পোস্ট করা হয়েছিল পচাগলা দেহের ছবি। সেখানে গলায় থাকা ‘গুরুজি’র সুতো দেখে সেবকে তিস্তায় তলিয়ে যাওয়া পর্যটকের দেহ শনাক্ত করল পরিবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



প্রসঙ্গত, গত ১০ জুলাই শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার সময়ে সেবকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পর্যটকবোঝাই  একটি গাড়ি।  তাঁদের মধ্যে ২জন রাজস্থানের বাসিন্দা বলে জানা যায়।  বৃহস্পতিবার বিকালে হলদিবাড়ি বক্সিগঞ্জে তিস্তার চড় থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়। শুক্রবার দুপুরে অখিল ভাতীয় জনসঙ্ঘের কর্মকর্তাদের সঙ্গে হলদিবাড়ি থানায় গিয়ে দেহ শনাক্ত করে পরিবার। জানা যায়, ওই ব্যক্তির নাম গোপাল নারবানি। তিনি রাজস্থানের বাসিন্দা।


মায়ের খুনি বাবা-ঠাকুমাই, ৯ বছর পর আদালতে চিনিয়ে দিল ছেলেই


পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন গোপাল। এরপর পুলিসে যোগাযোগ করা হয়। ফেসবুকে আত্মীয়রা একটি গ্রুপ তৈরি করেন। তাতে ছিলেন অখিল ভারতীয় জনসঙ্ঘের সদস্যরাও। বৃহস্পতিবার দেহ উদ্ধারের পর ছবিটি গ্রুপে পোস্ট করেন তাঁদের মধ্যে কেউ একজন। দেহ পচাগলা হয়ে গেলেও, গলায় থাকা ‘গুরুজি’  সুতো দেখেই গোপালকে চিনতে পারেন তাঁর পরিবারের সদস্যরা। দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।