নিজস্ব প্রতিবেদন: বোলপুরের স্কুলে পড়ুয়াদের নগ্ন করে ক্লাস করানোয় অভিযুক্ত শিক্ষক-শিক্ষকদের বিরুদ্ধে ফের অভিযোগে সরব হলেন অভিভাবকরা। জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তাতেও কোনও কাজ না হওয়ায় এবার অভিভাবকদের কর্মস্থলে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


চলতি সপ্তাহের শুরুতেই শিরোনামে আসে সংবাদটি। শাস্তি দিতে স্কুল পড়ুয়াদের নগ্ন করে ক্লাস করানোর অভিযোগ উঠে বোলপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে। জানা যায়, স্কুলের ইউনিফর্ম পরে না আসায় পড়ুয়াদের 'প্যান্ট খুলিয়ে নগ্ন করে' ক্লাস করান শিক্ষক-শিক্ষিকারা। বাড়িও পাঠান নগ্ন করেই। ঘটনায় উত্তেজনা ছড়ায় বীরভূমের বোলপুরে। প্রিন্সিপালের পদত্যাগের দাবি তোলেন অভিভাবকরা। 


আরও পড়ুন: ইউনিফর্ম না পড়ে আসায় পড়ুয়াদের 'নগ্ন' করে ক্লাস করাল স্কুল কর্তৃপক্ষ!


ঘটনায় গত বৃহস্পতিবারই শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ করেন পড়ুয়াদের অভিভাবকরা। এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। চাপের মুখে পড়ে শেষে শান্তিনিকেতন থানায় গিয়ে ক্ষমা চেয়ে নেন প্রিন্সিপাল। তবে ঘটনার আগুনকে ফের উসকে দিল হুমকির ঘটনা।