নিজস্ব প্রতিবেদন-দিনহাটায় উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেতা জয়দীর ঘোষের বাড়ি ও বাসে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গভীর রাতে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। বাসের জানলার কাঁচ ভাঙচুর হয়েছে। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার করেছে দিনহাটা থানার পুলিস। জয়দীপ ঘোষ বিধায়কের কাছের লোক বলেই এলাকা পরিচিত। তৃণমূলের একাধিক দায়িত্ব আছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বেআইনি অস্ত্র-সহ ধৃত নেতা, BJP কর্মীদের অবরোধ-বিক্ষোভে রণক্ষেত্র খড়দহ


দলের ছাত্র সংগঠনের নেতা অলোক নিতাই দাসের খুনে মূল অভিযুক্ত তিনি। বর্তমানে জামিন মুক্ত। এদিকে, জয়দীপ ঘোষের বাড়ি ও বাসে আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি শিবির। স্থানীয় বিজেপি নেতারা জানিয়েছেন, টিএমসি-র গোষ্ঠীকোন্দলের জেরেই এই বোমাবাজির ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিজেপিকে ফাঁসানোর চেষ্টা চলছে।