নিজস্ব প্রতিবেদন: বালিঘাট নিয়ে কড়াকড়ি করায় খোদ জেলাশাসকের বাঙলোর সামনেই বোমাবাজি। তারই জেরে গ্রেফতার হলেন তৃণমূল নেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মাধ্যমিকে ফেল ইজাজ-ই জেএমবি-র ভারত শাখার প্রধান! ঘরের ছেলের জঙ্গি পরিচয়ে হাঁ অবিনাশপুর


সোমবার শেষপর্যন্ত সিউড়ির বাঁশঝোড় এলাকার তৃণমূল নেতা কাজল সাহাকে গ্রেফতার করল পুলিস। অভিযোগ, জেলাশাসকের বাঙলোর সামনে বোমাবাজি। ওই ঘটনায়  গ্রেফতার করা হয় এলাকার পরিচিত দুই বালি মাফিয়াকে। মাসখানেক আগে  জেলা শাসকের বাড়ির সামনে বোমাবাজিতে তাদের বড় ভূমিকা ছিল।



বীরভূম জেলা পুলিসের আগেই দাবি ছিল, জেলা শাসকের বাঙলোর সামনে বোমাবাজি করেছে মূলত বালি মাফিয়ারাই। ওই ঘটনায় গ্রেফতার হওয়া ২ জনকে জেরা করেই পুলিস জানতে পারে বালি তোলা নিয়ে কড়াকড়ি করার জন্যই বোমাবাজি করা হয়েছে জেলাশাসকের বাঙলোর সামনে।


আরও পড়ুন-মাছ-মাংস নয়, পুষ্টির দিকে নজর দেওয়া হোক! মিড-ডে মিল নিয়ে রাজ্যস্তরে জারি হল বিজ্ঞপ্তি


উল্লেখ্য, ধৃত ওই দুজনই কাজল সাহার সঙ্গে বালিঘাটের ব্যবসার সঙ্গে জড়িত। তাদের জেরা করতেই কাজল সাহার ভূমিকা সামনে চলে আগে। আজ আদালতে তোলা হবে ধৃতদের।