নিজস্ব প্রতিবেদন: মালদার পর এবার বিস্ফোরণ মুর্শিদাবাদে। সুতিতে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২ জনের। সম্ভবত বোমা বাঁধতে গিয়েই এই বিপত্তি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। শুক্রবার রাতে হঠাত্ই বিকট শব্দে কেঁপে ওঠে সুতির আহিরন পাদুয়া গ্রাম। গ্রামবাসীরা ছুটে গিয়ে দেখেন কার্যত ধ্বংস্তূপে পরিণত হয়েছে গ্রামবাসী তাজউদ্দিন শেখের বাড়ি। চারদিকে ধোঁয়ার মাঝেই স্থানীয়দের নজরে আসে দুটি দেহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কামারহাটিতে গৃহবধূর রহস্যমৃত্যু, শ্বশুড়বাড়ি থেকে উদ্ধার দেহ, আটক মৃতার স্বামী


খবর পেয়ে দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করে পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ। কেন তৈরি হচ্ছিল বোমা? গ্রামবাসীদের দাবি, বোনের সঙ্গে তাজুদ্দিনের জমি নিয়ে বিবাদের জেরেই, বোমা তৈরি করাচ্ছিল সে। নিহতদের কেউই স্থানীয় বাসিন্দা নয়।


জমি বিবাদ না কী অন্য কিছু কেন বোমা বাঁধা হচ্ছিল ওই বাড়িতে? নিহতদের ভূমিকাই বা কী ছিল? ধোঁয়াশা তৈরি হয়েছে গোটা বিষয়টি নিয়ে। সব দিক খতিয়ে দেখছে পুলিস।