নিজস্ব প্রতিবেদন:  বীরভূমে  কাঁকরতলার পর সদাইপুর এর সাহাপুর থেকে উদ্ধার ড্রাম ভর্তি বোমা। বোমা ঘিরে আতঙ্ক গ্রাম জুড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কোনও ধরনায় যোগ দেননি, দায়িত্ব পালন করেছেন রাজীব কুমার, দাবি মমতার


বীরভূমের সদরপুর থানার সাহাপুর গ্রামে ক্যানেলের পাস লাগোয়া ধানখেত থেকে উদ্ধার ড্রাম ভর্তি বোমা।  সকালে চাষিরা মাঠে যাওয়ার পথে দেখতে পান ধান জমির মধ্যে কিছু একটা রয়েছে। কাছে গেলে তাঁরা ড্রামটিকে পড়ে থাকতে দেখেন।


আরও পড়ুন: কোনও ধরনায় যোগ দেননি, দায়িত্ব পালন করেছেন রাজীব কুমার, দাবি মমতার


গ্রামবাসীরা বুঝতে পারেন,  প্লাস্টিকের ড্রামের মধ্যে লুকানো রয়েছে বোমা।  গ্রামবাসীরা খবর দেন সদারপুর থানায়। পুলিশ ও বম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলি উদ্ধার করে।  কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘিরে ফেলা হয় পুরো এলাকা।  বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।