নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত বাসন্তী। বোমাবাজিতে জখম হল এক শিশু। এদিন ফের শিমুলতলায় এক যুব তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়।  তখনই বোমার আঘাতে গুরুতর জখম হয় একটি শিশু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অশান্তি থামছেই না বাসন্তীতে। শুক্রবার থেকে শুরু হয়েছে অশান্তি। শুক্রবার যুব ও মাদার তৃণমূলের গণ্ডগোলে যুব তৃণমূল কর্মীর মৃত্যুর পর থেকেই উত্তপ্ত বাসন্তী। চলছে হামলা, পাল্টা হামলা। শনিবারের পর রবিবারও গণ্ডগোল থামল না শিমুলতলায়। আর বড়দের অশান্তির আঁচ থেকে রেহাই পেল না দেড় বছরের ছোট্ট শিশুও। অভিযোগ, রবিবার ভোরে যুব তৃণমূল কর্মী কুতো মল্লিকের বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়ে মাদার তৃণমূল কর্মীরা।


আরও পড়ুন, শনিবারের পর রবিবার আরও নামতে পারে পারদ, পড়তে পারে রেকর্ড ঠান্ডা


সেইসময়ই বোমার স্প্লিন্টার লেগে গুরুতর জখম হয় শিশুটি। পুড়ে যায় শরীরের অনেকখানি অংশ। গুরুতর চোট লাগে ডান হাতের চেটোয়। জ্বালা সহ্য করতে না পেরে পাশের পুকুরে নেমে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিজনরা। সেখান থেকে কলকাতার  হাসপাতালে স্থানান্তরিত করা হয়।