নিজস্ব প্রতিবেদন: বোমাবাজির ঘটনায় উত্তপ্ত টিটাগড়। টিটাগড়ের ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের ওপর বোমাবাজির অভিযোগ। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। ঘটনায় জখম এক। এলাকায় বিশাল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, গতকাল রাতে টিটাগড়ের মন্দির পাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বসেছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, হঠাৎই একদল দুষ্কৃতী বোম ও পিস্তল নিয়ে তাঁদের ওপর চড়াও হয়। ৬ থেকে ৭টি বোমা ছোড়া হয়। তখনই বোমার আঘাতে স্থানীয় এক বৃদ্ধা আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ ও টিটাগড় থানার বিশাল পুলিশ।


আরও পড়ুন: গঙ্গা থেকে ছিপেই উঠল ১৫ কেজির ভেটকি!


আরও পড়ুন: Weather Update: বুধ থেকেই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি, কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন


স্থানীয় তৃণমূলের নেতৃত্বের অভিযোগ, বিজেপির মদতেই হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার তল্লাশি শুরু করেছে পুলিশ