নিজস্ব প্রতিবেদন: দীঘা -শঙ্কর পুর হোটেলিয়াস এসোসিয়েশন  পক্ষ থেকে দীঘার  স্টেশন ম্যনাজারের কাছে পুজোর  আগেই  স্পেশাল ট্রেন চালু করার দাবি জানিয়েছে। কারণ, দিঘার প্রত্যেকটা হোটেল পুজোর কটা দিনের জন্য ইতিমধ্যে বুক হয়ে গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই দাবি নিয়ে দীঘা রেল কর্তৃপক্ষ রেলের উচ্চ পদস্থ কর্মকর্তাদের  সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে। জানা গিয়েছে, দীঘাতে করোনা আবহে যে কটি পুজো হতো তারা এবার বাজেট কমলেও ঘটা করে পুজো করবে। কাজেই ঠাকুর দেখা সঙ্গে সমুদ্র ভ্রমণ করবেন পর্যটকরা। 


তাই কাছে পিঠে বেড়ানোর জন্য দীঘাকেই বেছে নিয়েছেন পর্যটকেরা। যে হারে হোটেলের আগাম বুকিং চলেছে তা পুজোর দিনগুলোতে, তাতে বোঝা যাচ্ছে লক্ষাধিক মানুষের সমাগম হবে দীঘাতে। তাই দিঘার হোটেল ব্যবসায়ীরা স্পেশাল ট্রেনের দাবি জানিয়েছে।