নিজস্ব প্রতিবেদন: গরু পাচারকাণ্ডে ব্রেক থ্রু, ২ IPSকে তলব CBI-এর। জানা গিয়েছে এই দুই IPSএর একজন মুর্শিদাবাদের প্রাক্তন পুলিসসুপার ছিলেন। অন্যজন মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিসসুপার হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁদেরকেই সাক্ষীর জন্য ডাকা হচ্ছে বলে খবর। সিবিআই সূত্রে খবর, গরু পাচারকাণ্ডে সতীশকুমার, এলামূল হককে জিজ্ঞাসাবাদ করেই একে একে ক্লু সামনে আসতে শুরু করে।  পাশাপাশি এতদিনের তদন্ত করে এদের নাম উঠে আসে এই দুই উচ্চপদস্থ পুলিস আধিকারিকের নাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, আজই গরু পাচারকাণ্ডে ৬ পুলিসকর্মীকে নোটিস পাঠিয়েছে সিবিআই। জানা গিয়েছে, এরমধ্যে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার। গতকাল সন্ধ্যায় এই নোটিস পাঠায় সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা। এর আগে মালদার দুই পুলিসকর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।  


বিস্তারিত আসছে...