নিজস্ব প্রতিনিধি:  নারদকাণ্ডে এবার কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শ্যালককে তলব করল ইডি। তলব করা হয়েছে শ্যালক ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নারদকাণ্ডে ইতিমধ্যেই দফায় দফায় জেরার মুখে পড়েছেন রাজ্যের দমকলমন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। আগেই তলব করা হয়েছিল মেয়রের স্ত্রীকে রত্না চট্টোপাধ্যায়কেও। কিন্তু চার-পাঁচবার নোটিস পাঠানো হলেও অসুস্থতার কারণ দেখিয়ে ইডি দফতরে এখনও পর্যন্ত হাজিরা দেননি মেয়রের স্ত্রী। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে।


আরও পড়ুন - তৃণমূলের 'কালা দিবসে'র পাল্টা, নোট বন্দির বর্ষপূর্তিতে 'উল্লাস দিবস' বিজেপির


জানা গিয়েছে, মেয়রের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁর ভাইয়ের অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেন হয়েছে। সেই টাকা আবার চলে গিয়েছে এক ব্যবসায়ীর অ্যাকাউন্টে। ওই টাকা কোন খাতে ব্যবহৃত হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মেয়রের শ্যালক ও ওই ব্যবসায়ীকে একসঙ্গে তলব করা হয়েছে।


বলে রাখি, নারদ স্টিং অপারেশনের ভিডিও-তে টাকা নিতে দেখা গিয়েছে শোভন চট্টেপাধ্যায়কে। ভিডিওতে তাঁর সঙ্গে ম্যাথু স্যামুয়েলের কথোপকোথনও শোনা যায়। সেই তদন্তেই এবার নাম জড়িয়ে গেল মেয়র-জায়া ও শ্যালকেরও।