নিজস্ব প্রতিবেদন : জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হয়ে গেলেন দাদা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। মৃতের নাম বিশ্বজিত্ বৈদ্য। অভিযুক্ত ভাই শুভজিত্ বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, দুই বোনের সঙ্গে সম্পর্ক, দুজনকেই বিয়ে! ভ্যালেন্টাইনস ডে-তে নিদারুণ পরিণতি স্বামীর


জানা গিয়েছে, নিহত বিশ্বজিত্ বৈদ্য অভিযুক্ত শুভজিত্ বৈদ্যের সম্পর্কে খুড়তুতো দাদা। জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই গাইঘাটার গোয়ালবাথান এলাকার বাসিন্দা বৈদ্য পরিবারের মধ্যে বিবাদ চলছিল।বুধবার দুপুর থেকে ফের শুরু হয় অশান্তি। বিচালি নিয়ে ভাইয়ে ভাইয়ে বচসা বাঁধে।


আরও পড়ুন, শীত বিদায়, এবার খালি পারদ চড়ার পালা, জানাল হাওয়া অফিস


অভিযোগ, কথা কাটাকাটির সময়ই বুধবার সন্ধ্যায়  শুভজিত্ আচমকা তরকারি কাঁটার বটি নিয়ে চড়াও হয় বিশ্বজিতের উপর। সেইসময় শুভজিতের বাবা নগেন বৈদ্য বিশ্বজিতের গলায় দড়ি চেপে ধরে। এরপরই বিশ্বজিতের মাথায় ও গলায় বটি দিয়ে কোপ মারে শুভজিত।


আরও পড়ুন, লাউডস্পিকার বন্ধের নামে মন্দিরে পুলিসের ভাঙচুরের অভিযোগ, বিক্ষোভে রণক্ষেত্র গ্রাম


ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বিশ্বজিত বৈদ্য। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত শুভজিত্ বৈদ্যকে  গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। তবে শুভজিতের বাবা নগেন পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।