নিজস্ব প্রতিবেদন: স্পেনের জনপ্রিয় বুল ফাইটের মতোই গরু খুঁটা উত্সব। বাঁকুড়ায় শুরু হয় ভাইফোঁটার দিন থেকে। পুরুলিয়াতে আবার এই উত্সবই পরিচিত বান্দনা পরব নামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কালী পুজোর দিনে কুমারীপুজোর রীতি করুণাময়ী কালীবাড়িতে


দীপাবলির পর শুরু ধান কাটার মরসুম। তারপর  কম সময়ে উচ্চ ফলনশীল ধান রোপণ। মাঝের এই সময়টায় গৃহপালিত পশুর আলস্য ভাঙাতেই গরু খুঁটা উত্সবের আয়োজন। চলে আসছে যুগের পর যুগ ধরে।


আরও পড়ুন- পুজোর সামগ্রী নিলাম করেই পুজো হয় পাণ্ডুয়ার হেঁপা কালীর


ভাইফোঁটার দিন থেকে শুরু। আগের দিন থেকে গৃহস্থের গরুর গায়ে আল্পনা দেওয়া হয়। ধানের শিষের মুকুট পরানো হয়।  শিং ও ক্ষুরে তেল মাখানো হয়। মহুয়া মেশানো খাবার খাইয়ে নিয়ে যাওয়া হয় গ্রামের বাইরে মাঠে। খুঁটিতে বাঁধা গরুর সামনে হাতে চামড়া নিয়ে ছুটে যান গ্রামের জামাইরা। ভয় পেয়ে ক্ষেপে ওঠে গরু। তেড়ে আসে। আর তাতেই আনন্দিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। বেজে ওঠে ধামসা মাদল। আজকাল যদিও ক্রমেই মুশকিল হচ্ছে প্রয়োজন মত গরু পাওয়া।