পুজোর সামগ্রী নিলাম করেই পুজো হয় পাণ্ডুয়ার হেঁপা কালীর

Updated By: Oct 23, 2017, 04:47 PM IST
পুজোর সামগ্রী নিলাম করেই পুজো হয় পাণ্ডুয়ার হেঁপা কালীর
ছবি- বিশ্বজিৎ সিংহ রায়

নিজস্ব প্রতিবেদন: কালীপুজো শেষ। দীপাণ্বিতার আলোও নিভে গিয়েছে। কিন্তু পাণ্ডুয়ার হেঁপা কালী পুজো কমিটির উদ্যোক্তারা এখনও ব্যস্ত। পুজোয় ভক্তদের দেওয়া জিনিস নিলাম হচ্ছে এখন। সেই অর্থ দিয়েই হবে আগামী বছরের শক্তি আরাধনা! 

এ যেন শেষ হয়েও হয় না শেষ! কালীপুজোর পর এভাবেই পুজোর সামগ্রী নিলাম হচ্ছে পাণ্ডুয়ার বেলুনে। মায়ের প্রসাদী কাপড় থেকে গামছা, চাল, ফল, সবই কিনে নিচ্ছেন ভক্তরা। 

আরও পড়ুন- কালী পুজোর দিনে কুমারীপুজোর রীতি করুণাময়ী কালীবাড়িতে 

নিলামে উপার্জিত অর্থ দিয়েই হয় পরের বছরের শক্তি আরাধনা। ৫০০ বছরের পুরনো বেলুনের হ্যাপাকালী পুজোয় এটাই রেওয়াজ। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা এই নিলামে অংশ নেন। এই নিলাম পর্বটাও পুজোর মধ্যেই পড়ে। উদ্যোক্তাদের বক্তব্য, কালীপুজো করতে গিয়ে অনেক হেঁপা পোহাতে হয় তাঁদের। এক রাতে ছাগ বলি, ধুনুচি পোড়ানো, বুক চিরে রক্তদান, এমন কত কী! তাই আদরের নাম হ্যাপা কালী। তার টানে ফি বছর নিলামে অংশ নেন বহু ভক্ত। 

.